পাকিস্তানে মসজিদে হামলা, নিহত ৮০
এই ঘটনায় ৮০ জনের বেশি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো বহু লোক৻
কয়েক ঘন্টা বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনী মসজিদ দুটোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সক্ষম হয় ৻
যখন হামলা হয় তখন দুটো মসজিদে শত শত মুসল্লি নামাজ পড়ছিলেন ৻ লাহোরের মডেল টাউন এলাকায় একটি আর ঘনবসতিপূর্ণ গাড়হি সাহু এলাকায় হামলার শিকার অপর মসজিদটি অবস্থিত ৻
শুক্রবারের জুম্মার নামাজ চলার সময় প্রথমে বিস্ফোরণ আর তারপরে দুই মসজিদেই গোলাগুলি শুরু হয় ৻ পুলিশ বলছে, দুঘন্টা ধরে হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর তারা মডেল টাউন এলাকার মসজিদটির নিয়ন্ত্রণ নিতে পারে ৻ তবে, গারহি সাহু এলাকার মসজিদে এরপরেও কয়েকঘন্টা ধরে লড়াই চলে ৻ সেখানে মসজিদের ভেতর নামাজিদের জিম্মি করে রাখে হামলাকারীরা ৻
খবর পাওয়া গ্যাছে, বন্দুকধারীরা মডেল টাউন মসজিদে নির্বিচারে গুলি চালিয়েছে ৻ হামলাকারীদের কাছে একে ৪৭ রাইফেল, শটগান, গ্রেনেড এবং সম্ভবত আরো বিষ্ফোরক ছিল ৻ টিভি ফুটেজে মসজিদের মিনারের ওপর একজন হামলাকারীকে দেখা গেছে , যে রাইফেল থেকে গুলি আর গ্রেনেড ছুঁড়ছিল যখন নীচে পুলিশ জঙ্গীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চালাচ্ছিল ৻
হামলার দুটো লক্ষ্যই , ইসলাম ধর্মাবলম্বীদের একটি ছোট গোষ্ঠী আহমদিয়াদের মসজিদ ৻ ইসলামাবাদে বিবিসি‘র সংবাদদাতা আলীম মাকবুল বলছেন, এই হামলাগুলোকে আহমদিয়াবিদ্বেষী হামলা বলেই মনে হচ্ছে ৻
এর আগেও রক্ষণশীল সুন্নি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছেন আহমদিয়ারা ৻ দীর্ঘদিন যাবত এই সংখ্যালঘু গোষ্ঠী তাদের জন্যে নিরাপত্তার সুব্যবস্থা এবং অবাধে ধর্ম পালনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ৻
পাঞ্জাব প্রদেশ সহ পুরো পাকিস্তান জুড়েই বিভিন্ন জঙ্গী গোষ্ঠী বিভিন্ন জাতিবিদ্বেষী হামলা চালিয়ে থাকে ৻ অন্যদিকে, সম্প্রতি লাহোরেও একের পর এক জঙ্গী হামলা ঘটছে ৻ মার্চে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় দুজন আত্মঘাতী হামলাকারীর হামলায় আন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছিলেন ৻
তবে, এদফায় দুটি মসজিদে হামলার দায়িত্ব এখনো কোন পক্ষ স্বীকার করেনি ৻ আর এটাই বহু বছরের মধ্যে আহমদিয়াদের ওপর সবচেয়ে বড় হামলা ৻ তবে, বিবিসির সংবাদদাতারা বলছেন, হামলার ধরনে তালিবান জঙ্গীদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৻
কট্টরপন্থী মুসলিমদের অনেকে এবং পাকিস্তানের সংবিধানও আহমদিয়াদের অমুসলিম বলে মনে করে ৻ ১৯৭৪ সালে পাকিস্তান সরকার আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করে ৻
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ইসলাম ধর্মাবলম্বীদের এই গোষ্ঠীর অনুসারীরা মনে করেন , তাদের প্রতিষ্ঠাতা মীর্জা গুলাম আহমেদ একজন নবী ছিলেন ৻ বেশিরভাগ মুসলিমের জন্যে এ ধারণা একেবারেই অগ্রহণযোগ্য ৻ যেহেতু, তারা বিশ্বাস করেন শেষ নবী ছিলেন মুহাম্মদ ৻
পাকিস্তানে এই গোষ্ঠীর অনুসারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৻ আহমদিয়ারা ইসলামের সব রীতিনীতি মেনে চললেও ১৯৮৪ সাল থেকে পাকিস্তানে তাদের নিজেদের মুসলিম পরিচয় দেওয়ার ওপর আইনগত নিষেধাজ্ঞা আরোপ করা হয় ৻
ইসলামাবাদে বিবিসির এম ইলিয়াস খান জানাচ্ছেন , আহমদিয়া সম্প্রদায়ের মানুষ প্রায়ই হত্যা ,হামলা ,লুটপাটের শিকার হয়ে থাকেন ৻
কিন্তু এর আগে কখনো তাদের মসজিদে এধরনের বেপরোয়া এবং পরিকল্পিত হামলা হয়নি ৻
Another black chapter in the history of human civilization….
ReplyDelete